English

32.3 C
Dhaka
সোমবার, অক্টোবর ৭, ২০২৪
- Advertisement -

লালমনিরহাটে ধর্ম ছেলের বউকে নিয়ে শ্বশুর উধাও!

- Advertisements -

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ধর্ম ছেলের বউকে নিয়ে শ্বশুর উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Advertisements

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার সুশ্রীখাতা (সোনামারী) গ্রাম থেকে সুখী রানীকে ভাগিয়ে নিয়ে যান ধর্ম শ্বশুর প্রদীপ কুমার (৩৬)।

সোমবার রাতে সুখী রানীর স্বামী হৃষিকেশ কালীগঞ্জ থানার স্ত্রীকে অপহরণের অভিযোগে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, ৫ বছর পূর্বে উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা ৮ নং ওয়ার্ডের পবিত্র কুমার অধিকারী রায়ের ছেলে হৃষিকেশ অধিকারীর (৩০) সাথে একই উপজেলার ভোটমারী খাদ্য গুদাম সংলগ্ন এলাকার দীনেশ চন্দ্র রায়ের মেয়ে সুখী রাণীর(২৫) সাথে বিয়ে হয়। এর পরে কোল জুড়ে আসে পুত্র সন্তান। বিয়ের ৩/৪ বছর তাদের সংসার সুখে কাটলেও সুখী রানী একই এলাকার মৃত অনন্ত কুমার রায়ের ছেলে এক সন্তানের জনক প্রদীপ কুমার রায়ের পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পরে। এরই ধারাবাহিকতায় নিরিহ স্বামী হৃষিকেশ প্রতিদিনের মত কাজে বাহিরে গেলে ওই সুযোগে পরকিয়া প্রেমিক প্রদীপ কুমার রায় এক সন্তানের জননী ধর্ম ছেলের বউ সুখী রানীকে নিয়ে পালিয়ে যায়।

Advertisements

সুখী রানীর স্বামী হৃষিকেশ কান্নাজড়িত কন্ঠে জানান, প্রদীপ আমাকে ধর্ম ছেলে বানিয়েছে যাতে আমার বাড়ীতে নিয়মিত যাতায়াত করতে পারে। সে পিতা হয়ে এমন সর্বনাশ করবে তা আমি বুঝতে পারিনি। এখন আমার এক বছরের শিশু বাচ্চাটাকে আমি কিভাবে মানুষ করবো বলেই কেঁদে ফেলেন।

এ বিষয় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে তদন্ত চলছে। অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

কী হয়েছে ক্যাটরিনার

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন