English

28.5 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
- Advertisement -

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

- Advertisements -

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি ক্রয়-বিক্রয় নিয়ে এক ভয়ঙ্কর বিরোধের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে দাবি করেছেন, বৈধভাবে ক্রয় করা জমি দখলের জন্য তাকে সন্ত্রাসীদের মাধ্যমে হুমকি ও জোরপূর্বক দলিল স্বাক্ষর করানো হয়েছে।

মোঃ রবিউল ইসলাম জানান, প্রায় তিন মাস আগে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫) তার নিজস্ব মালিকানাধীন মারিয়া মৌজার ৮ শতাংশ জমি বিক্রির প্রস্তাব দেন। রবিউল ইসলাম রাজি হয়ে ২,০৫,০০০ টাকা প্রদান করেন এবং বৈধ প্রক্রিয়ায় রেজিস্ট্রিকৃত দলিল (নম্বর ৬২৯৮) সম্পন্ন হয়। পরবর্তীতে জমির বৈধতা গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে যাচাই-বাছাই করে প্রমাণিত হয়।

তবে, দলিল সম্পন্ন হওয়ার পর থেকে ভুক্তভোগীকে নানা হুমকি দিতে শুরু করেন মোঃ আব্দুস ছাত্তার (৬৫)। অভিযোগ অনুযায়ী, তিনি স্থানীয় সন্ত্রাসীদের সহায়তায় দাবি করছেন—জমি তার অনুমতি ছাড়া বিক্রি হয়েছে, তাই পুনরায় হস্তান্তর করতে হবে।

রবিউল ইসলামের অভিযোগ, ৩০ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে আব্দুস ছাত্তার ও তার সহযোগীরা তাকে চরকতলা বাজারে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মাধ্যমে হামলা চালায়। তাকে এলোপাতাড়ি মারধর করে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজাদুল ইসলাম, মোঃ ওয়াহেদ মিয়া ও মোঃ শামীম রেজা।

সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম দাবি করেন,“বৈধভাবে জমি কিনেও আমাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। বলা হয়েছে, আবার জমি তুলে নিয়ে গিয়ে নতুন দলিল করা হবে। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1qc0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন