পঞ্চগড়ে তীব্র শীত বয়ে যাচ্ছে, শনিবার (১৩ ডিসেম্বর) থেকে টানা চারদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরে দিনের তাপমাত্রা বাড়লেও সর্বোচ্চ ২৭ ডিগ্রির কাছাকাছি থাকে। সকালে সূর্যের আলো শীতের তীব্রতা কমিয়ে দেয়, তবে বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত হিমালয় থেকে বয়ে আসা ঠাণ্ডা বাতাসের কারণে কনকনে শীত বিরাজ করছে।
শিংপাড়া এলাকার কৃষি শ্রমিক ফরিদুল আলম বলেন, ভোরের দিকে বাইরে কাজ করা কঠিন হয়ে যায়, তবে সূর্য উঠার পর ঠাণ্ডা কমে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। এই মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং এখনও অব্যাহত রয়েছে।
