English

28.1 C
Dhaka
শুক্রবার, মে ১৬, ২০২৫
- Advertisement -

বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু

- Advertisements -

 

বসতঘরের উপরে পড়ে থাকা পাতা পরিস্কার করতে গিয়ে বিদুৎপৃষ্টে চাচা ও ভাতিজাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- একই ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন মিয়া তার বসতঘরের উপরে টিনের চালা পরিস্কার করার জন্য উঠেন। সেখানে বৈদ্যুতিক সংযোগ লিকেজ হয়ে সম্পূর্ণ চালে বিদ্যুতায়িত হয়ে আটকা পড়েন।

পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশাররফ হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশী যুবক মকবুল হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে মিলনের পরিবার বিষয়টি টের পেয়ে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দ্রুত তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম বলেন, এ ঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।

 

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন