সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা একরামুল হক আইডিয়াল বিজ্ঞান ও কম্পিউটার কলেজ মাঠে সুপার সিক্স ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেল ৩ টার দিকে ফাঁসিতলা খেলোয়ার কল্যাণ সংঘের আয়োজনে এ ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী শহীদ পরিবারের কৃতি সন্তান জননেতা মুকিতুর রহমান রাফি।
কামারদহ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউ’পি সদস্য আব্দুল মজিদ শেখের সভাপতিত্বে উক্ত ক্রিকেট খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি, সংরক্ষিত মহিলা ইউ’পি সদস্যা জান্নাতুল ফেরদাউস হ্যাপী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি শাওন মিয়া, যুবলীগ নেতা জাহিদ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। খেলায় অংশ গ্রহণ করেন ফাঁসিতলা ক্রিকেট একাদশ বনাম গোবিন্দগঞ্জ হাইস্কুল (ব্যাচ-১৬)।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pjkm
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন