রবিবার ০১ জুন সকাল-১১ টায় ঢুলিভিটা বাসস্ট্যান্ড জনসচেতনতা মুলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বিশৃঙ্খলা রোধকল্পে সাভার হাইওয়ে পুলিশ ও ধামরাই থানা পুলিশের উদ্যোগে পথসভা করা হয়।
এ পথসভায় পরিবহন মালিক,শ্রমিক, ধীরগতির যানবাহনের নেতৃবৃন্দদের নিয়ে ঢুলিভিটা বাসস্ট্যান্ড বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত আয়োজনে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার সভাপতি এম.নাহিদ মিয়ার সঞ্চালনায় সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ছালেহ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম।
এ সময় প্রধান অতিথি অফিসার ইনচার্জ মো.মনিরুল ইসলাম বলেন, সড়কে নৈরাজ্য ও চাঁদাবাজী করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঈদ কে কেন্দ্র যানজট নিরসনে সড়কে শৃঙ্খলা আনয়নে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে নিরাপদ সড়ক চাই সদস্যরা।
এছাড়া সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মো.ছালেহ আহমেদ বলে,মহাসড়কে থ্রী হুইলার বা ধীরগতির যানবাহন চলাচল নিষেধ অহেতুক কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ও গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যেহেতু কোরবানির ঈদ সুতরাং সড়কে অতিরিক্ত চাপ থাকতে পারে মালিক শ্রমিক,স্থানীয় লোকজন এবং স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই সদস্যদের সমন্বিত উদ্যোগে এবারের ঈদ যাত্রা নিরাপদ করতে চাই।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, হাইওয়ে সাভার থানার টি আই বিষ্ণ সরকার,ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু হাসান,সাবেক সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন,নিসচা ধামরাই শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দসহ নিসচা’র নেতৃবৃন্দ