English

28 C
Dhaka
শুক্রবার, মার্চ ২১, ২০২৫
- Advertisement -

পদ্মা নদীতে দুর্ঘটনাকবলিত লঞ্চের ৩০০ যাত্রীর প্রাণ রক্ষা

- Advertisements -

পদ্মা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবতে বসলে সেখান থেকে ৩০০ যাত্রীকে উদ্ধার করেছেন মাওয়া কোস্ট গার্ডের সদস্যরা।
আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের পদ্মা নদী অংশে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার সময় পদ্মা সেতুর পিলারের কাছে ডুবতে বসে লঞ্চটি। তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থল থেকে এম ভি মালেক দরবেশ-১ নামের ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
লঞ্চটি ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে শরিয়তপুরের মাঝিরকান্দি যাচ্ছিল বলে জানা গেছে।
কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পানি কম থাকায় ও বেশি যাত্রী বহন করায় এ ঘটনা ঘটেছে। উদ্ধারকৃতদের পরবর্তীতে অন্য লঞ্চে করে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়।
শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিএর সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, লঞ্চটি পদ্মার চরে আটকে গিয়েছিল। কয়েকদিন ধরে নদীর ওই জায়গায় ডুবোচরে লঞ্চ আটকে যাওয়ার ঘটনা ঘটছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন