মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ রবিবার ভোর থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড়ের সাথে সাথে দূরপাল্লার বাস ও ছোট গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এ সময় পারের অপেক্ষায় প্রায় তিন কিলোমিটার বাস ও দুই কিলোমিটার ছোট গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। অপরদিকে লোকাল বাসের যাত্রীর চাপে লঞ্চঘাটেও ভিড় লক্ষ করা গেছে।
প্রচণ্ড গরম ও রোদের মধ্যে চরম দুর্ভোগে আছেন যাত্রী ও চালকরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ে উপমহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ জানান, সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। এই নৌ-রুটে ২১টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। যানবাহন পারের অপেক্ষায় কিছু সময় অপেক্ষা থাকলেও কোন দুর্ভোগ নেই।
অপরদিকে পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার পান্না লাল নন্দি জানান, লঞ্চে যাত্রীদের চাপ আগের মতোই আছে। তবে ঈদের দিন ঘনিয়ে আসায় চাপ বেশি। যাত্রীদের চাপ বাড়লে সমস্যা হবে না। কারণ ৩৩টি লঞ্চ দিয়ে পাটুরিয়া দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রী পার করা হচ্ছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/727t