রাজধানীসহ দেশের সব সড়কেই প্রায়ই দেখা যায়, অদক্ষ চালক। যাদের বেশির ভাগেরই ড্রাইভিং লাইসেন্স নেই। আবার চালকের সহকারীকেও মাঝে মাঝে বাস চালাতে দেখা যায়। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা চলে আসছে।
এ অবস্থায় অদক্ষ গাড়ি চালক যেন কোনোভাবেই গাড়ির ড্রাইভিং সিটে বসতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেইসঙ্গে তিনি বলেছেন, বাসের চালকসহ সব স্টাফকে বাধ্যতামূলক নির্ধারিত ড্রেস পরিধান করতে হবে।
আজ শনিবার মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস ভার্চুয়ালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এতে যোগ দেন।
এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সুস্বাস্থ্য কামনা করে দেশের গণতন্ত্রের বিষয়ে বক্তব্য দেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/v4f7
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন