English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

যমুনা সেতু: যানজট নেই, নির্বিঘ্নে ঢাকায় ফিরছে মানুষ

- Advertisements -

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করে ঢাকায় ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। ফিরতি পথে যানজট না থাকায় নির্বিঘ্নেই ফিরছেন তারা।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে যমুনা সেতু পশ্চিম হাটিকুমরুল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীরা বলছেন, বাসে যাত্রীর চাপ কম। নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন তারা।

স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়া আব্দুর রহিম বলেন, ‌‘পরিবারের সঙ্গে ঈদ করার আনন্দই আলাদা। গরু কোরবানি ও ঘোরাফেরা সব মিলিয়ে ঈদ ভালো কেটেছে। যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারছি।’

বেল্লাল হোসেন নামের একজন পোশাকশ্রমিক বলেন, ‘এবার পরিবারের সঙ্গে ঈদের লম্বা ছুটি কাটালাম। এখন কাজে যোগ দেওয়ার পালা। পরিবার রেখে কাজে ফেরা বরাবরের মতোই কষ্টের। মা-বাবার মুখটা বারবার ভেসে উঠছে। কিন্তু জীবনের বাস্তবতা তো মানতেই হবে।’

ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন শাহ আলম। তিনি বলেন, ‘এই কদিন গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ছিলাম। এখন ফিরছি কর্মস্থলে। যানজট এড়াতে আগেই রওয়ানা হচ্ছি।’

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৯৮টি প‌রিবহন সেতু পার হয়েছে। এরমধ্যে সেতুপূর্ব টোলপ্লাজা পার হ‌য়ে উত্তরব‌ঙ্গে গেছে ১৩ হাজার ২৮৬টি পরিবহন। আর পশ্চিম টোলপ্লাজা পার হ‌য়ে ঢাকায় গেছে ১৮ হাজার ৭১২টি যানবাহন। এতে উভয়পাশে মোট টোল আদায় হয়েছে দুই কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঈদ পরবর্তী মহাসড়কে তেমন চাপ নেই। তবুও কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তায় জেলা ও হাইওয়ে পুলিশ ছাড়াও সেনাবাহিনী কাজ করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/6j47
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন