English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

যানজটের পুরোনো রূপে না.গঞ্জ: এবার শুধু ফুটপাত নয় সড়কেও বসেছে হকার!

- Advertisements -

নারায়ণগঞ্জে রমজানের শুরু থেকে পুলিশ ঘোষণা দিয়ে হকার ও যানজটমুক্ত করলেও সেই আগের রূপে ফিরে গেছে শহর। এবার শুধু ফুটপাত নয় সড়কেও বসেছে হকার!

শনিবার (২৩ এপ্রিল) নগরীর বঙ্গবন্ধু সড়ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নগরীর বঙ্গবন্ধু সড়কে ফুটপাতে তো হকাররা বসে বিক্রি করছেনই সঙ্গে আরো হকাররা সড়কের অনেকটা অংশ দখল করে অস্থায়ীভাবে ব্যবসা করছেন। দুপুরের পর থেকে ফুটপাতের হকার, অস্থায়ী হকারদের সড়কে অবস্থানের কারণে পুরো বঙ্গবন্ধু সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে নগরীতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা প্রবেশ নিষেধ করা হলেও এসব যানবাহনও দেখা যায় শহরে। মোড়ে মোড়ে আবারো বসেছে অবৈধ সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড। পুলিশের কঠোরতা কমে যাওয়ায় এসব দোকানি ও অবৈধ যানবাহন শহরে আবারো যানজট সৃষ্টি করছে।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা আমাদের সকল ইউনিটকে আবারো বলে দিচ্ছি। অবৈধ কোনো স্ট্যান্ড থাকতে পারবে না। হকাররাও সড়ক কিংবা ফুটপাতে বসতে পারবেন না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wbpz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন