English

26.2 C
Dhaka
শনিবার, আগস্ট ২৩, ২০২৫
- Advertisement -

অতিরিক্ত বোঝাই ট্রাক, বগুড়া হাইওয়ে পুলিশ কর্তৃক আটক

- Advertisements -

গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে অতিরিক্ত বোঝাই ট্রাক হাইওয়ে পুলিশ বগুড়া কর্তৃক আটক করা হয়েছে। হাইওয়ে রিজিয়ন বগুড়া পুলিশ সূত্রে জানা যায়, (২২ আগস্ট) শুক্রবার (ঢাকা-বগুড়া) মহাসড়কের লেন দিয়ে অতিরিক্ত বোঝাই একটি ঝুঁকিপূর্ণ ট্রাক চলাচল করে।

এসময় পুলিশ সুপার বগুড়া রিজিয়নের নজরে আসে। উক্ত ট্রাকের পেছনে অতিরিক্ত মাত্রায় মালামাল বোঝাই থাকায় যে কোনো সময় ভারসাম্যহীন হয়ে দুর্ঘটনা সংঘটিত হতে পারে। যা মহাসড়কের অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের জন্য গুরুতর ঝুঁকিপুর্ণ।

‎বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ সুপার শেরপুর হাইওয়ে পুলিশের দিবাকালীন টহল টিমকে ট্রাকটি আটকের নির্দেশ প্রদান করেন। নির্দেশ পাওয়ার পরপরই টহল টিম দ্রুত কার্যক্রম গ্রহণ করেন। এবং বগুড়ার মাঝিড়া ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।

‎‎পরবর্তীতে টহল টিম ট্রাকের বহনকৃত মালামাল পরিদর্শন করেন। পরে ট্রাকের নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা বা উল্টে যাওয়ার পরিস্থিতি রয়েছে ভাবে জনগণের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের স্বার্থে পুলিশ টিম ট্রাক থেকে অর্ধেক বস্তা নামিয়ে পৃথকভাবে সাজিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

এরপর অবশিষ্ট মালামাল যথাযথভাবে সঠিক নিয়মে সাজিয়ে ট্রাককে নিরাপদে চলাচলের উপযোগী করে দেন।
‎নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ট্রাকটিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় এবং চালককে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ বোঝাই থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও ট্রাক মালিক ও চালককে সড়ক পরিবহন আইন ও মহাসড়কে নিরাপদ যাতায়াত সংক্রান্ত নিয়ম-কানুন মেনে চলার বিষয়ে অবহিত করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bu8i
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন