ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা। দিনের বেলাতেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশায় কোনো কিছু স্পষ্ট দেখা না যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনার শঙ্কা বেড়েছে। গত রবিবার থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। ঘন কুয়াশায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন। দূরের কোনো কিছু চোখে পড়ছে না। তাই বাধ্য হয়ে বগুড়া-নাটোর মহাসড়কসহ অন্যান্য সড়কে চলাচলরত বাস, ট্রাক, সিএনজিসহ সকল যানবাহন আলো জ্বালিয়ে চলাচল করছে।
অপরদিকে ঘন কুয়াশায় শীতের মাত্রা বেড়েছে। এই শীতে সাধারণ মানুষ যেন জবুথবু হয়ে পড়েছে। এতে জনজীবন অনেকটা থমকে দাঁড়িয়েছে। খুব সকালে খেটে খাওয়া মানুষেরা জীবিকার তাগিদে প্রচণ্ড কুয়াশা ও শীত উপেক্ষা করে ঘর থেকে বের হয়।
এতে চরম ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ। শীত নিবারণের জন্য লেপ-তোষকের দোকানে ভিড় করছেন মানুষ। কৃষকেরা চেষ্টা করছেন তাদের গরু-ছাগলকে চটের তৈরি জামা দিয়ে শীতের হাত থেকে রক্ষা করতে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/waid
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন