কুমিল্লার দাউদকান্দিতে সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শনিবার দুপুরে উপজেলার শহিদনগর-জুরানপুর সড়কের বঙ্গবন্ধু ঈদগাঁ মাঠের দক্ষিণ পাশে দশপাড়া এবং সুন্দুলপুর গ্রামবাসী এ মানববন্ধন করে।
মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সুন্দুলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান বাবুল, ইকবাল হোসেন ব্যাপারী, কাউসার আলম, অ্যাডভোকেট নুরুদ্দিন, মরিয়ম আক্তার, জাহানার বেগম ও আবদুল ছামাদ ব্যাপারী প্রমূখ।
বক্তারা বলেন, শহিদনগর-জুরানপুর সড়কের বঙ্গবন্ধু ঈদগাঁ মাঠের দক্ষিণ পাশ থেকে দশপাড়া ব্যাপারী বাড়ি হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত সড়ক না থাকায় এক কিলোমিটার ঘুরে আমাদের যাতায়াত করতে হচ্ছে। বর্ষাএ মৌসুমে যাতায়াত আরো কষ্টসাধ্য হয়ে পড়ে।
এসময় তারা সড়কটি নির্মাণে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি কামনা করেন।
এসময় তারা সড়কটি নির্মাণে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি কামনা করেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/eu6h