English

33.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

নিকুঞ্জে অটো চলাচল বন্ধের তিন মাস পূর্তি: পুনরায় চালুর পাঁয়তারা করছে একটি চক্র!

- Advertisements -

রাজধানীর খিলক্ষেত থানা এলাকার অভিজাত আবাসিক এলাকা নিকুঞ্জ এখন অটোরিকশামুক্ত। গত ৩০ এপ্রিল ২০২৫ এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্ত ও সক্রিয় ভূমিকায় পুরো এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়। তিন মাস পেরিয়ে গেলেও এলাকাবাসীর সেই ঐক্য অটুট, এবং এলাকায় ফিরে এসেছে এক ভিন্নধর্মী শান্তি ও শৃঙ্খলা।

এই সিদ্ধান্তের ফলে কমে এসেছে যানজট, শব্দদূষণ এবং অনিরাপদ চলাচলের ঝুঁকি। পথচারীরা, বিশেষ করে শিশু ও বয়োজ্যেষ্ঠরা, নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এলাকাবাসী জানায়, “এখন নিকুঞ্জে হাঁটার মতো প্রশান্তি আর নেই কোথাও।”

তবে সম্প্রতি নতুন করে আশঙ্কার সৃষ্টি হয়েছে। একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা একটি কুচক্রী মহল, আর্থিক লাভের আশায় এলাকাবাসীর ঐক্যের বিরুদ্ধে গিয়ে পুনরায় ব্যাটারি চালিত অটোরিকশা চালুর ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল, খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে একটি অবহিতকরণ দরখাস্ত দাখিল করেছেন। এতে তিনি প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান এবং জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
তিনি বলেন, “নিকুঞ্জে শান্তি ফিরেছে জনগণের ঐক্য আর সাহসে। কোনো রাজনৈতিক ছত্রছায়া বা ষড়যন্ত্রের মাধ্যমে এই অর্জন নষ্ট হতে দেওয়া হবে না।”

এলাকাবাসীর পক্ষে জানানো হয়েছে, যদি কেউ পুনরায় অটো চালুর চেষ্টা করে, তবে তা গণপ্রতিরোধের মুখে পড়বে।
“আমরা রাস্তায় নেমে এসেছিলাম জনস্বার্থে, আবারও নামব যদি প্রয়োজন হয়,” — বলেন একজন বাসিন্দা।

খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8gpt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন