হবিগঞ্জ বাস মালিক সংগঠনের শ্রমিকদের আপত্তির কারণে আজ সোমবারও সিলেট-হবিগঞ্জ ও সিলেট-শ্রীমঙ্গল রুটে চলেনি বিআরটিসি বাস। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সিলেট থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে সকাল ৯টায় এবং হবিগঞ্জের উদ্দেশে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে যেতো বিআরটিসির দুটি বাস।
আজ সোমবার ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় বিআরটিসির কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সমাধান হলে আগামীকাল থেকে সিলেট থেকে ওই দুই রুটে চলবে সরকারি বাস।
গতকাল রবিবার ২৭ ডিসেম্বর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকায় বিআরটিসি বাসের কাউন্টার ভাঙচুর করে ও বাস চলাচলে বাধা দেয় হবিগঞ্জ বাস মালিক সংগঠনের শ্রমিকরা।
দীর্ঘদিন থেকে হবিগঞ্জ বাস মালিক সমিতিসহ অন্যরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রুটে বিআরটিসি বাস যাতে করে চলাচল না করে সেজন্য তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রবিবার সিলেট থেকে বিআরটিসির একটি বাস শ্রীমঙ্গলে যাত্রী নিয়ে যাওয়ায় শ্রমিকদের নিয়ে বিআরটিসি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে দ্রুত দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
দীর্ঘদিন থেকে হবিগঞ্জ বাস মালিক সমিতিসহ অন্যরা হবিগঞ্জ, মৌলভীবাজার ও শ্রীমঙ্গল রুটে বিআরটিসি বাস যাতে করে চলাচল না করে সেজন্য তারা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। রবিবার সিলেট থেকে বিআরটিসির একটি বাস শ্রীমঙ্গলে যাত্রী নিয়ে যাওয়ায় শ্রমিকদের নিয়ে বিআরটিসি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে দ্রুত দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তবে হামলার ঘটনা অস্বীকার করে সিলেট বিভাগীয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ জানান, শ্রমিকরা কোথাও হামলা করেননি। তবে পরিবহন মালিকদের না জানিয়ে বাস চালু করায় শ্রমিকরা বাধা দেয়।
বিআরটিসি কাউন্টার সূত্রে জানা যায়, সকাল নয়টায় শ্রীমঙ্গল রুটে বাস চালু করতে গেলে পরিবহনশ্রমিকেরা বাধা দেন। এসময় পরিবহন শ্রমিকরা কাউন্টারে এসে তালা ঝুলিয়ে দেন এবং কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেন শ্রমিকরা। হামলায় সিলেট বিআরটিসির ডিপো ব্যবস্থাপকের ব্যবহৃত জিপের পেছনের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে।
এ সময় বিআরটিসির কয়েকজন কর্মচারী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। পরে পুলিশ প্রশাসনের লোকজন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7hox
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন