কামাল হোসেন খান: ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগের অধীনস্থ ফুলবাড়িয়া ট্রাফিক জোন কর্তৃক ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনালে বাস চালক ও হেলপারদের মধ্যে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৮ জুন কর্মশালাটি অনুষ্ঠিত হয়।উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অত্র বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ আবু সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন ট্রাফিক ফুলবাড়িয়া জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক। এতে আরো উপস্থিত ছিলেন অত্র জোনের পুলিশ পরিদর্শক (শওজা) সহ অন্যান্য কর্মকর্তারা।
উক্ত কর্মশালায় ১৫ জন ড্রাইভার ও ১৫ জন হেল্পার সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী এর শাস্তি ও অপরাধের বিধান এবং ট্রাফিক সাইন ও সাংকেত বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন। ট্রাফিক সাইন সাংকেত বিষয়ক লিফলেট ও নির্দেশনা প্রদান করা হয়।এ সময় কর্মশালায় রাস্তায় যানবহন চলাচলে, নিয়ন্ত্রণে ড্রাইভার ও হেলপার করনীয় ও বর্জনীয় বিষয়ক প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লালবাগ ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মফিজুল ইসলাম বলেন,
এরকম কর্মশালা নিয়মিত আয়োজন ও প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।
এ ধরনের কর্মশালা চালক, হেল্পার,পথচারীদের জন্য নিরাপদ সড়কের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।