আবারো লাইনচ্যুত হয়েছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের বগি। এতে বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌনে ১১টায় শহরের উকিলপাড়া এলাকায় ট্রেনটির বগি লাইনচ্যুত হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ২ নম্বর রেলগেট এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছিল। সেটি অপসারণ করে লাইনে এনে গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, নারায়ণগঞ্জে আবারো ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করবে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সারা দিন এমনকি রাতও লাগতে পারে।
ট্রেন লাইনচ্যুত হলেও হতাহত কিংবা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানান ওই রেল কর্মকর্তা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/i23y
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন