আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সকাল ১০.০০ ঘটিকায় আসন্ন ইদুল-আযহা/২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার আওতাধীন গাড়াদহ ইউনিয়ন পরিষদ এ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের আয়োজনে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও চালকসহ জনসাধারণ এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) জনাব, মো: শহিদ উল্লাহ্ মহাসড়কে চালিত বিভিন্ন অবৈধ যানবাহন এর দুর্ঘটনা প্রতিরোধ, চাঁদাবাজি প্রতিরোধ, যানজট নিরসন, ডাকাতি ও মহাসড়ক সংক্রান্ত বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব উদয় কুমার সাহা, হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, গাড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল জব্বারসহ বিভিন্ন সংবাদিকবৃন্দ।