বগুড়া প্রতিনিধি: হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের উদ্যোগে মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে সার্ভিস লেনে অবৈধভাবে পার্কিং করা গাড়ি অপসারণ, মূল লেনে থ্রি হুইলার ও টু হুইলারের চলাচল নিয়ন্ত্রণ এবং চালক-সহকারীদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় প্রসিকিউশন প্রদান করা হয়।
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া পুলিশ সুপার জনাব মোঃ শহিদ উল্লাহর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। তিনি মহাসড়কে অবৈধ পার্কিং এবং মূল লেনে থ্রি হুইলার-টু হুইলারের চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
অভিযান চলাকালে পুলিশ সুপার বলেন, “আমাদের লক্ষ্য হলো মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের সুরক্ষা বজায় রাখা। অবৈধ পার্কিংয়ের কারণে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। ড্রাইভার ও হেলপারদের সচেতন করা জরুরি, যাতে তারা সড়ক আইন মেনে চলে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।”
অভিযানের ফলাফল
অভিযানে রাস্তার পাশে অবৈধভাবে দাঁড়ানো ১৭টি ট্রাক অপসারণ, রাস্তার পাশে অবৈধভাবে দাঁড়ানো ১৩টি বাস অপসারণ, অবৈধভাবে দাঁড়ানো ৪টি ট্রাকের বিরুদ্ধে মামলা, মূল লেনে চলাচলকারী ৩০০টিরও বেশি থ্রি হুইলারকে থামিয়ে সার্ভিস লেনে চলাচলের নির্দেশনা, মূল লেনে চলাচলকারী ১০০টিরও বেশি টু হুইলারকে থামিয়ে সার্ভিস লেনে চলাচলের নির্দেশনা, এর মধ্যে ৫টি থ্রি হুইলার ও টু হুইলারের বিরুদ্ধে মামলা করা হয়।
হাইওয়ে পুলিশের দাবি, এ অভিযানের ফলে মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা গাড়ির সংখ্যা কমেছে, মূল লেনে ছোট যানবাহনের চলাচল হ্রাস পেয়েছে এবং চালক-সহকারীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।