লাখাইয়ে নৌকা যোগে ভ্রমন জনিত দুর্ঘটনা রোধের লক্ষে নৌ পরিবহনে অতিরিক্ত যাত্রী বহন রোদের লক্ষে নোটিশ জারী করেছেন লাখাই উপজেলা উপজেলা প্রশাসন।
এব্যপারে লাখাই উপজেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক আইডিতে এই নোটিশটি প্রকাশ করা হয়। প্রাপ্ত তথ্য বলা হয়েছে, নৌডুবি রোধে উপজেলার সকল অস্হায়ী নৌঘাট থেকে অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ করা হল এবং নৌকায় জীবন রক্ষাকারী সামগ্রী অর্থাৎ লাইফ জ্যাকেট ,টিউব রাখার জন্য নোটিশে বলা হল।
এছাড়াও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করে আনন্দ ভ্রমণের জন্য নৌকা চলাচল করা যাবে না এবং দুর্যোগপূর্ন পরিস্থিতিতে নৌচলাচল বন্ধ রাখার জন্য নোটিশে বলা হয়েছে।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং সাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন মোতাবেক শাস্তি প্রদান করা হবে।
উল্লেখ্য ইদানিং করোনার ক্লান্তিকালে দেশের বিভিন্ন জায়গায় হুহু করে বাড়ছে ভ্রমন জনিত নৌ ডুবি। এতে করে বাড়ছে অনাকাঙ্খিত মৃতুহার।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ob0m
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন