নিরাপদ ও আরামদায়ক যাতায়াতে দেশে ট্রেনের চাহিদা দিন দিন বাড়ছে। নেই আগের মতো শিডিউল বিপর্যয়। কোচগুলোও পরিচ্ছন্ন-আরামদায়ক। ট্রেনে দুর্ঘটনা অপেক্ষাকৃত কম। যাত্রাও পরিবেশবান্ধব। দূরযাত্রায় তাই পছন্দের শীর্ষে থাকে ট্রেন। তবে সবকিছুর পরও আতঙ্ক হিসেবে নেমে এসেছে পাথর নিক্ষেপের খগ্ড়। পাথরের আঘাতে জানালার কাচ ভেঙে আহত হচ্ছেন অনেক যাত্রী।
যাত্রীদের অভিযোগ, প্রায় প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এই পাথর নিক্ষেপ এখন মূর্তিমান আতঙ্ক। অথচ রেলওয়ে আইনে পাথর নিক্ষেপের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এরপরও কমছেনা পাথর নিক্ষেপের ঘটনা। এই পাথর নিক্ষেপরোধে সম্প্রতি সান্তাহার রেলওয়ে থানা ও বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃক সৈয়দ আহম্মেদ কলেজ মাঠে ট্রেনে পাথর নিক্ষেপরোধে সচেতনমুলক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ইশ্বরদী সার্কেল মো: আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ। উপস্থিত ছিলেন স্থানীয় নানা শ্রেণীপেশার ব্যাক্তিবর্গ।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে…
The short URL of the present article is: https://www.nirapadnews.com/uxmd
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন