English

26.2 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ করতে পারিনি: রেলমন্ত্রী

- Advertisements -

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে যাত্রীসেবা বৃদ্ধির জন্য। আমাদের টিকিটিং ব্যবস্থায় কালোবাজারি ছিল। সেগুলো আমরা পরিপূর্ণভাবে এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে উদ্যোগ গ্রহণ করেছি।

টিকেট যার ভ্রমণ তার, আমরা সেই ব্যবস্থা চালু করছি।
রেলদিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেল সেবাসপ্তাহ উদ্বোধন অনুষ্ঠনে তিনি এসব কথা বলেন।
যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের কালোবাজারি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ই-টিকিটিং নিয়ে যারা কালোবাজারি করছে তাদের কাছ থেকে টিকিট না নিয়ে ধরিয়ে দিন।

রেলমন্ত্রী বলেন, রেল দিবসকে সামনে রেখে আমরা রেল সপ্তাহ পালন করছি। একটি দেশের উন্নয়ন করতে হলে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী এই লক্ষ্য নিয়েই ২০১১ সালে রেলওয়েকে নতুন জীবন দিয়েছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রেলের নতুন নতুন লাইন বৃদ্ধি করা হলো। যমুনা সেতুতে রেল সেতু করা হয়েছে। এতে উত্তর অঞ্চলের সাথে রেল যোগাযোগ বাড়ছে।

তিনি বলেন, সব জেলায় রেলের সম্প্রসারণ করেছি। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে যেতে পারব সেই ব্যবস্থা করছি।

যাত্রীদের উদ্দেশ্যে রেলমন্ত্রী বলেন, রেলের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এটা নষ্ট করবেন না। শুধু রেলের কর্মকর্তারা এটি রক্ষা করতে পারবে না। আপনাদেরও এগিয়ে আসতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m7uy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন