আজ বিকেল ৫.০০ ঘটিকার সময় হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার আওতাধীন সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন ন্যাশনাল ফুড ভিলেজের হল রুমে পবিত্র ঈদুল আযহা/২০২৫ উপলক্ষে ঢাকা-বগুড়া মহাসড়কের যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সিরাজগঞ্জ হাটিকুমরুম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্ত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়া পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শহিদ উল্লাহ্ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার জনাব উদয় কুমার সাহা।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়া পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শহিদ উল্লাহ্ আসন্ন ঈদুল-আযহা/২০২৫ উপলক্ষে মহাসড়কের নিরাপত্তা,ছিনতাই,ডাকাতি,যানজট-নিরসন,দুর্ঘটনা প্রতিরোধ নিশ্চিত করণে নানা দিক নির্দেশনা প্রদান করেন।
এ মতবিনিময় সভায় সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল হাইওয়ে থানা কেন্দ্রীক সকল রেস্টুরেন্টের মালিকবৃন্দরা উপস্থিত ছিলেন