মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১১টায় এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মগবাজার রেল ক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সম্মানিত নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/d9dp
