বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে রংপুরে। আজ শনিবার রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে লক্ষাধিক নেতাকর্মী যোগ দিয়েছিল। সমাবেশ শেষে নগরীর মেডিক্যাল মোড়, বাস টার্মিনাল, সাতমাথা ও মডার্ন মোড় এলাকা ঘুরে দেখা গেছে, বাস চলাচল শুরু হয়েছে।
সমাবেশে আসা বিএনপির অনেক নেতাকর্মী সেসব বাসে করে বাড়ি ফিরছে।
এর দুই দিন আগে হঠাৎ করে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় রংপুর মোটর মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীসহ বিএনপির নেতাকর্মীরা।
রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে এবং রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ ছিল। আজ সন্ধ্যার পর থেকে এসব যানবাহন আবার চলাচল শুরু করছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hpva