English

25.7 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫
- Advertisement -

এবার এআই চশমা আনল মেটা, রয়েছে দুর্দান্ত ফিচার

- Advertisements -

মেটা সম্প্রতি রে-বেন ব্র্যান্ডের লোগোযুক্ত নতুন এআই স্মার্ট চশমা উন্মোচন করেছে। এই চশমায় রয়েছে ডান লেন্সে ছোট এআর ডিসপ্লে, যা নোটিফিকেশন, ম্যাপ নির্দেশনা, ইনস্ট্যান্ট চ্যাট, কল এবং লাইভ ট্রান্সলেশন প্রদর্শন করতে পারবে।

চশমাটি ফোন স্পর্শ না করেই হাতের ইশারার মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য। এতে মেটা এআই সহায়ক যুক্ত, যা ছবি, ভয়েস কমান্ড এবং ভিজ্যুয়াল ইনপুটের মাধ্যমে কাজ করবে।

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারসহ অন্যান্য অ্যাপের সঙ্গে সংযোগ থাকবে। লাইভ ট্রান্সলেশন সুবিধার মাধ্যমে কথোপকথন রিয়েল-টাইমে সাবটাইটেল আকারে দেখা যাবে।

ব্যাটারি লাইফ প্রায় ৬ ঘণ্টা এবং রিস্টব্যান্ড ব্যবহার করলে কিছুটা বেশি সময় চলবে। ক্লাসিক ওয়েফেরার স্টাইলের ডিজাইন এবং ওয়াটার-রেসিস্ট্যান্ট বৈশিষ্ট্য চশমাটিকে সাধারণ চশমার মতো দেখায়।

এছাড়াও বাহ্যিক এলইডি থাকায় দেখা যাবে কখন ক্যামেরা চালু আছে। 

চশমার প্রধান সুবিধা হলো ফোনের উপর নির্ভরতা কমানো এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবহারকারীর কাজ সহজ করা। মেটা বলছে, এটি ব্যবহারকারীর পার্সোনাল সুপারইন্টেলিজেন্স বাড়াতে সাহায্য করবে—স্মৃতি শক্তি উন্নত, চারপাশের তথ্য বোঝা সহজ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

মূল সুবিধাসমূহ—

১. ফোনের ওপর নির্ভরতা কমানো; অনেক কাজ চশমা থেকেই করা যাবে।

২. নোটিফিকেশন, কল, বার্তা ও নির্দেশনা সহজে দেখা যাবে।

৩. খেলাধুলা বা দৈনন্দিন কাজে তথ্য সহায়তা।

৪. স্টাইলিশ রে-বেন ডিজাইন।

৫. নিরাপত্তা নির্দেশিকা—ক্যামেরা চালু থাকলে এলইডি প্রদর্শিত হবে।

চশমাটির মূল্য ৭৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার ৩৫৫ টাকা।

আমদানির খরচ ও ট্যাক্স যোগ করলে দাম বাড়তে পারে। বর্তমানে এটি পুরোপুরি স্মার্টফোনের বিকল্প নয় তবে ফোনের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে দৈনন্দিন কাজ অনেক সহজ হবে। ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির সঙ্গে এটি আরো শক্তিশালী স্মার্টফোন বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xk5z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন