English

35 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
- Advertisement -

চালু হলো মোবাইল ইন্টারনেট, চলছে না ফেসবুক

- Advertisements -
Advertisements

১০ দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো মোবাইল ইন্টারনেট সেবা। আজ রবিবার (২৮ জুলাই) বিকাল ৩টার দিকে ফোরজি সেবা চালু হয়। তবে বাংলাদেশে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অ্যাপ ফেসবুক, হোয়াটস্যাপ, টিকটক ব্যবহার করা যাচ্ছে না।

এর আগে আজ সকালে রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর মোবাইল ইন্টারনেট চালুর তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, সংযোগ বন্ধ থাকায় বিনিময়ে ৫ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন মোবাইল গ্রাহকরা।

Advertisements

এর আগে পাঁচ দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়।

এদিকে ফেসবুক বন্ধ থাকার কারণ সম্পর্কে পলক সাংবাদিকদের বলেন, দেশের বিধিবিধান ও আইনের সঙ্গে সামঞ্জস্য না রাখায় ফেসবুক-টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

এর জবাব দিতে চার দিনের সময় দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। এর মধ্যে তাদের জবাব দিতে হবে। আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি, তার খুব কমই তারা মুছেছে।

তিনি আরও বলেন, আমরা কোনও অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই। বিশ্বের মোড়লরাই এসব করে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন