English

28 C
Dhaka
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
- Advertisement -

পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি

- Advertisements -

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করলেও, অনলাইনে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে প্রায়শই দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের কারণে।

প্রযুক্তির সঙ্গে সঙ্গে হ্যাকারদের কৌশলও হয়েছে উন্নত, যার ফলে সাধারণ কিংবা দুর্বল পাসওয়ার্ড ব্যবহারকারীরা পড়ছেন বড় ধরনের সাইবার ঝুঁকিতে।

সোশ্যাল মিডিয়া, অনলাইন ব্যাংকিং, ই-মেইল কিংবা স্মার্টফোন, সবখানেই সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজন শক্তিশালী একটি পাসওয়ার্ড।

অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সাধারণ তবে কার্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। এক্ষেত্রে চারটি গুরুত্বপূর্ণ উপায় তুলে ধরা হলো-

জটিল পাসওয়ার্ড ব্যবহার: পাসওয়ার্ড সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো জটিল ও দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। এতে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিলিয়ে ব্যবহার করতে হবে। সবচেয়ে নিরাপদ পাসওয়ার্ড হলো এমনটি, যা কোনো মানুষ ভেবে তৈরি করেনি বরং এলোমেলোভাবে জেনারেট করা হয়েছে। ক্রোমসহ অনেক ব্রাউজার ও অ্যাপ এই ধরনের পাসওয়ার্ড তৈরি করে দেয়। তবে এগুলো মনে রাখা কঠিন হওয়ায় নিরাপদভাবে লিখে রাখা বা সংরক্ষণ করাটাও একইরকম গুরুত্বপূর্ণ।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা: ব্যাংক অ্যাকাউন্টের মত সংবেদনশীল তথ্য রক্ষায় সবসময় টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা উচিত। এতে পাসওয়ার্ড পেলেও কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারবে না যদি না দ্বিতীয় ধাপের যাচাই প্রক্রিয়ায় সফল হতে পারে। এটি ব্যবহারে লগইন করতে বেশি সময় প্রয়োজন হলেও নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি।

একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার না করা: একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। যদি কোনোভাবে একটি পাসওয়ার্ড হ্যাকারদের হাতে যায় তারা ‘ক্রিডেনশিয়াল স্টাফিং’ পদ্ধতিতে একই পাসওয়ার্ড দিয়ে শত শত সাইটে প্রবেশের চেষ্টা করতে পারে। প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড ব্যবহার করলে এই ঝুঁকি শূন্যে নামিয়ে আনা সম্ভব।

পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার: যখন জটিল ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তখন সব মনে রাখা কঠিন হয়ে যায়। পাসওয়ার্ড ম্যানেজার এই সমস্যার সমাধান করে, যেখানে একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে বাকি সব পাসওয়ার্ড সুরক্ষিত থাকে। আধুনিক ব্রাউজারগুলোর বিল্ট-ইন পাসওয়ার্ড ম্যানেজার সহজে পাসওয়ার্ড সংরক্ষণ ও অটোফিল করতে পারে।

তবে সর্বোচ্চ নিরাপত্তার জন্য এমন ম্যানেজার ব্যবহার করা ভালো যা অনলাইন সার্ভারে পাসওয়ার্ড সংরক্ষণ করে না বরং শুধু স্থানীয় ডিভাইসে রাখে। এমনকি অফলাইন ডিভাইস-ভিত্তিক পাসওয়ার্ড ম্যানেজারও পাওয়া যায়, যা ইন্টারনেটের সঙ্গে কোনো সংযোগ রাখে না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7mnh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন