মঙ্গল গ্রহে বড় ধরনের আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন জ্যোতির্বিদরা। আগ্নেয়গিরিটি গ্রহটির নিরক্ষরেখার ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। সেখানে অ্যাসক্রেয়াস মনস, পাভোনিস মনস ও আরসিয়া মনস নামের আরও তিনটি আগ্নেয়গিরি রয়েছে।
প্রায় ৪৫০ কিলোমিটার ব্যাসের আগ্নেয়গিরিটির নিচে হিমবাহ থাকতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিদরা। তারা জানিয়েছেন, নাসার মার্স গ্লোবাল সার্ভেয়ারের তথ্যাদি বিশ্লেষণ করে আগ্নেয়গিরির অবস্থান শনাক্ত করা হয়েছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dbqg