আমরা প্রায়ই এমন পরিস্থিতিতে পড়ি, যখন নিজের চার্জার হাতের কাছে না থাকায় অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ দিতে হয়। এটি যেন একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, অন্যের চার্জার ব্যবহার করলে আপনার ফোনের কোনো ক্ষতি হয় কি না? বিশেষজ্ঞরা বলছেন, এই ছোট অভ্যাসের ভেতরেও লুকিয়ে থাকতে পারে বড় ঝুঁকি।
চার্জারের ভোল্টেজ ও অ্যাম্পিয়ার পার্থক্য
প্রতিটি ফোনের ব্যাটারির গঠন ও চার্জিং ক্যাপাসিটি আলাদা। একইভাবে চার্জারগুলোতেও ভোল্টেজ (Volt) ও অ্যাম্পিয়ার (Ampere) ভিন্ন ভিন্ন হতে পারে। যদি অন্যের চার্জারটির আউটপুট আপনার ফোনের জন্য নির্ধারিত মাত্রার চেয়ে বেশি হয়, তাহলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয়ে ফোনের ব্যাটারি দ্রুত গরম হয়ে যেতে পারে, এমনকি ব্যাটারির আয়ু কমে যেতে পারে।
ফাস্ট চার্জার ব্যবহার বিপজ্জনক হতে পারে
অনেকেই এখন ফাস্ট চার্জার ব্যবহার করেন। কিন্তু যদি আপনার ফোন ফাস্ট চার্জিং সাপোর্ট না করে, অথচ ফাস্ট চার্জারের মাধ্যমে চার্জ করা হয়, তাহলে তা ফোনের সার্কিট ও ব্যাটারির উপর চাপ তৈরি করে। এতে ফোন হ্যাং করতে পারে, অতিরিক্ত গরম হতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্ষতি হতে পারে।
সস্তা বা নকল চার্জার বেশি বিপজ্জনক
সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয় অরিজিনাল নয় এমন সস্তা বা লোকাল চার্জার ব্যবহার করলে। অনেক সময় এসব চার্জারে ওভারলোডিং প্রটেকশন থাকে না, ফলে ফোনে শর্ট সার্কিট, ব্যাটারি বিস্ফোরণ বা আগুন লাগার ঘটনাও ঘটতে পারে।
ডেটা চুরির সম্ভাবনা
চার্জিং ক্যাবল যদি ডেটা ট্রান্সফার সক্ষম হয় এবং আপনি যদি জনসমাগমস্থল বা অপরিচিত কারো চার্জার ব্যবহার করেন, তাহলে ‘জুস জ্যাকিং’ (Juice Jacking) এর মাধ্যমে আপনার ডিভাইস থেকে তথ্য চুরি হয়ে যেতে পারে। বিশেষ করে পাবলিক ইউএসবি চার্জার পোর্টে এই ঝুঁকি বেশি।
সম্ভব হলে নিজের চার্জার ব্যবহার করুন
সুরক্ষিত চার্জিং নিশ্চিত করতে বরাবরই নিজের ফোনের জন্য নির্ধারিত চার্জার ব্যবহার করাই ভালো। যদি বাধ্য হয়ে অন্যের চার্জার ব্যবহার করতেই হয়, তাহলে দেখে নিন সেটি ভালো ব্র্যান্ডের এবং আউটপুট আপনার ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।
অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ করা একান্ত জরুরি না হলে এড়িয়ে চলাই শ্রেয়। কারণ সামান্য অসাবধানতা থেকে ফোনের ব্যাটারি নষ্ট, ফোন গরম হওয়া, ডেটা চুরি এমনকি আগুন লাগার মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে। সচেতন থাকুন, প্রযুক্তি ব্যবহার করুন নিরাপদে।
