English

31 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
- Advertisement -

অবাঞ্ছিত মেইল অটো ডিলিট করার উপায়

- Advertisements -

এখন ব্যক্তিগত প্রয়োজনে মেইল অ্যাকাউন্ট ব্যবহার করছেন সবাই। তবে মাঝে মাঝেই অপ্রয়োজনীয় মেইলে ভরে থাকে ইনবক্স। সময়ের অভাবে তা ডিলিট করতেও পারছেন না। ফলে প্রয়োজনীয় মেইলগুলো ইনবক্সে জায়গা না পেয়ে স্প্যামে চলে যাচ্ছে।

তবে খুব সহজ উপায়ে মেইল বক্সের অবাঞ্ছিত মেইলগুলো অটো ডিলিট করতে পারবেন। এজন্য ব্যবহার করতে পারবেন গুগলের মেইল অটো ডিলিট ফিচারটি। আপনাকে আর কষ্ট করে ডিলিট করতে হবে না। নিজে থেকেই ডিলিট হবে অপ্রয়োজনীয় মেইলগুলো। এতে সময়ও বাঁচবে অনেক। জেনে নিন উপায়-

প্রথমে ল্যাপটপ বা মোবাইল থেকে Gmail ওপেন করুন।

> সার্চ বারে একটি ফিল্টার আইকন দেখতে পাবেন।
> যদি আপনি সার্চ বাপে ফিল্টার আইকন না দেখতে পান তাহলে ম্যানুয়ালি সার্চ করুন। এজন্য সেটিংসে গিয়ে ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস-এ ক্লিক করুন। এরপর Create A New Filter Button এ ক্লিক করুন। > এরপর ওই ফিল্টার অপশনে গিয়ে একদম উপরে লিখুন কোন কোন মেইল অপ্রয়োজনীয়। তার ডোমেইন নাম লিখুন। যেমন Zomato, Linkedin বা অন্য কোনো সংস্থার ডোমেইন নেম। এরপর তা সেভ করুন।

> পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করুন এবং Delet it অপশনে ক্লিক করুন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন