English

28.3 C
Dhaka
বুধবার, আগস্ট ২৭, ২০২৫
- Advertisement -

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, কারা পাবেন এই সুবিধা

- Advertisements -
বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে গুগল। আর এই পরিকল্পনার কথা শুনে চমকে উঠবেন সব ব্যবহারকারী। সম্প্রতি বাজারে লঞ্চ করেছে গুগল পিক্সেল ১০ সিরিজের স্মার্টফোন। এই ফোনে এবার অনেক বড় আপগ্রেড দেখা যাচ্ছে।
আর সব আপগ্রেডেশনের মধ্যেও সবচেয়ে বড় বিষয় হলো হোয়াটসঅ্যাপ ভয়েস কল ও ভিডিও কলের জন্য এবার এই ফোনে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না। 

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ। মূলত স্যাটেলাইট নেটওয়ার্কের সহায়তায় এই ফোনে কাজ হবে বলেই জানিয়েছে গুগল। অর্থাৎ মোবাইল সিগন্যাল বা ওয়াইফাই সংযোগ না থাকলেও আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন।

কবে থেকে চালু হবে নতুন এই ফিচার

অফিশিয়াল এক্স হ্যান্ডলে গুগল জানিয়েছে, স্যাটেলাইটভিত্তিক হোয়াটসঅ্যাপ কলিং ফিচার্সটি ২৮ আগস্ট থেকে পাওয়া যাবে। একই দিন পিক্সেল ১০ সিরিজের ফোনগুলো প্রথমবারের মতো বাজারে বিক্রি শুরু হবে বলেও জানিয়েছে গুগল। এই গুগল পিক্সেলের ফোনে এই ফিচার্সটি সক্রিয় করার পর ফোনের স্ট্যাটাস বারে একটি স্যাটেলাইট আইকন প্রদর্শিত হবে। যা নির্দেশ করবে যে কলটি স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে করা হচ্ছে।

কী কী শর্ত রয়েছে

গুগলের মতে, হোয়াটসঅ্যাপে স্যাটেলাইট কলিং বর্তমানে শুধু নির্বাচিত কিছু নেটওয়ার্ক ক্যারিয়ারের সঙ্গে কাজ করবে। এ ছাড়া এই ফিচার্সটি ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জও ধার্য করা হতে পারে। তবে এই পিক্সেল ১০ সিরিজের ফোনে স্যাটেলাইটের মাধ্যমে কলিং সুবিধা পাওয়া যাবে, নাকি মেসেজিং সম্ভব হবে, তা এখনো স্পষ্ট করে জানায়নি সংস্থাটি।

অ্যাপলের ওপর গুগলের অগ্রাধিকার

অ্যাপল ইতিমধ্যেই তার আইফোনগুলোতে স্যাটেলাইট ফিচার্স অফার করেছে। তবে এটি কেবল জরুরি টেক্সট মেসেজ পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

একইসঙ্গে গুগলের এই পদক্ষেপ ব্যবহারকারীদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কারণ তারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কলিং করতে পারবে। বিশেষ করে যে সমস্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায় সেখানে এই ফিচার্সটি দারুণভাবে কাজে দেবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4673
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন