English

23 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

এআই দিয়ে দাগযুক্ত ছবি নতুনের মতো করবেন যেভাবে

- Advertisements -

দাগযুক্ত বা ক্ষয়ে যাওয়া বিবর্ণ পুরোনো ছবিগুলো সংরক্ষণ করা দীর্ঘদিন ধরে সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ কাজ ছিল। তবে প্রযুক্তির অগ্রগতির কারণে এবার সেই ঝামেলা অনেকটাই কমে এসেছে। গুগল সম্প্রতি তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ছবি সংস্কার প্রযুক্তি ‘ন্যানো বানানা প্রো’ উন্মুক্ত করেছে, যা ব্যবহার করলে নষ্ট হয়ে যাওয়া ছবিকেও প্রায় আসল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।

ন্যানো বানানা প্রো মূলত উন্নত ডিফিউশন অ্যালগরিদম ও ডিপ রিকনস্ট্রাকশন প্রযুক্তির সমন্বয়ে তৈরি। এটি প্রতিটি পিক্সেল আলাদাভাবে বিশ্লেষণ করে অনুপস্থিত বা ক্ষতিগ্রস্ত অংশগুলো স্বাভাবিকভাবে অনুমান করে পূরণ করতে সক্ষম।

এআই দিয়ে ছবি রিস্টোর করতে গেলে স্পষ্ট নির্দেশনা বা ‘প্রম্পট’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, একটি নির্ভুল প্রম্পট মডেলকে বুঝতে সাহায্য করে কোন অংশ ঠিক করতে হবে এবং কোন অংশ স্বাভাবিক রাখতে হবে।

নীচে বিভিন্ন প্রয়োজন অনুযায়ী কিছু কার্যকর প্রম্পট উদাহরণ সংযোজন করা হলো—

১. সাধারণ ফটো রিস্টোরেশন

“Restore this old photo with natural colors and clean details. Remove scratches and stains without altering the original feel.”

২. পোর্ট্রেট সংশোধন

“Reconstruct facial areas gently, keep natural skin texture, preserve expressions and repair damaged spots without over-smoothing.”

৩. রঙ সংশোধন

“Neutralize yellow tint, balance shadows and highlights, and enhance contrast while keeping film-like tones.”

৪. খুব বেশি ক্ষতিগ্রস্ত ছবি

“Rebuild missing or torn portions, recover facial features accurately, reconstruct texture and keep the vintage mood intact.”

ছবির স্বকীয়তা ধরে রাখতে যে বিষয়গুলো মেনে চলা জরুরি—

এআই দিয়ে অতিরিক্ত সংস্কার করলে ছবিতে কৃত্রিমতা চলে আসে। তাই বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় সতর্কভাবে অনুসরণ করতে বলছেন—

• গ্রেইন সম্পূর্ণ মুছে না ফেলা

পুরোনো ছবির স্বভাবজাত গ্রেইন ছবিকে বাস্তব রাখে। সব গ্রেইন সরালে ছবি প্লাস্টিকের মতো দেখায়।

• সেই সময়কার রঙ বজায় রাখা

অনেক ভিনটেজ ছবির একটি স্বতন্ত্র রঙের প্যালেট থাকে। রেফারেন্স দেখে রঙ ঠিক করা হলে ছবিটি তার যুগের অনুভূতি ধরে রাখে।

• আলো–ছায়া নষ্ট না করা

শ্যাডোর গভীরতা ছবিতে নাটকীয়তা আনে। অতিরিক্ত ব্রাইট করলে ছবি সমতল দেখায়। তাই শুধু ক্ষতিগ্রস্ত অংশে আলোর সংশোধন প্রয়োজন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vzar
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন