English

26.9 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫
- Advertisement -

কাচের গ্লাসের পানিতে হলুদ মেশানোর কারণ কী?

- Advertisements -

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেন্ড ভাইরাল হয়েছে। তারা কাচের গ্লাসের পানিতে হলুদ মেশাচ্ছেন। এক চামচ হলুদ, পানিভর্তি কাচের গ্লাস ও মোবাইলের ফ্ল্যাশ লাইট। তিনটি বস্তু দিয়ে ম্যাজিক দেখাচ্ছেন তারা। সেই ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। নতুন এ ট্রেন্ডকে বলা হয় ‘গ্লোয়িং ওয়াটার’। এ ট্রেন্ডে গা ভাসাচ্ছেন অনেকেই।

প্রথমে একটি ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তা উল্টে রাখতে হবে। এরপর কাচের গ্লাসে পানিভর্তি করে সেই গ্লাস রাখতে হবে জ্বলন্ত ফ্ল্যাশ লাইটের ওপর। ঘরের আলো নিভিয়ে কাচের গ্লাসের মধ্যে ফেলে দিতে হবে এক চিমটে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া ধীরে ধীরে মিশতে শুরু করবে পানিতে। তখন সেই পানিভর্তি গ্লাসটি ভিডিও করতে হবে।

এসব ভিডিও অনেকেই উপভোগ করছেন। তবে কোন ট্রেন্ড কখন কেন ভাইরাল হবে তা বলা কিন্তু কঠিন। এই ট্রেন্ডের কারণ সম্পর্কেও অনেকেই বলতে পারবেন না। কেউ একজন এটি উদ্ভাবন করে ছড়িয়ে দিয়েছেন। তার দেখাদেখি অন্যরা আগ্রহী হয়েছেন এই ভিডিও তৈরি করতে।

এর যেমন উপকারী দিক নেই; তেমনই ক্ষতিকর কোনো দিক আছে বলেও জানা নেই। মানুষ মনের আনন্দেই এসব করে থাকেন। একে একেকটি এক্সপেরিমেন্টও বলা যেতে পারে। এর মনোমুগ্ধকর সোনালি আভা জুড়িয়ে দিচ্ছে চোখ। উজ্জ্বল হলুদ আভার বিচ্ছুরণ দেখার মধ্যে আছে বিস্ময় ও তৃপ্তির অনুভূতি।

দৃশ্যটি শিশুদেরও আকৃষ্ট করেছে। শিশুদের উচ্ছ্বাস দেখে আনন্দিত হচ্ছেন অনেকেই। বিশুদ্ধ আনন্দ উপভোগ করছেন সবাই। সোশ্যাল মিডিয়ায় একে ‘মিনি সায়েন্স ডেমো’ বলেও অভিহিত করছেন অনেকে। সাধারণত হলুদের গুঁড়া বা ভিটামিন বি ক্যাপসুলের মধ্যে রাইবোফ্লেভিন নামক পদার্থ থাকে। এটি প্রাকৃতিকভাবে ফ্লুরোসেন্ট এবং অতিবেগুনি আলোর সংস্পর্শে এলে উজ্জ্বল ও সোনালি আভা নির্গত করে। এর অনন্য আণবিক কাঠামোর কারণে আলো শোষণ এবং সেটিকে বিচ্ছুরণ করার ক্ষমতা আছে।

তবে বাংলাদেশের মানুষ একে নিছক আনন্দ উপকরণ হিসেবেই বেছে নিয়েছে। হয়তো কিছুদিনের মধ্যেই এই ট্রেন্ড হারিয়ে যাবে। নতুন কোনো ট্রেন্ড আবার জেঁকে বসবে আমাদের মাথায়। ক্ষতি যদি না হয়, তাহলে চলুক না কিছুদিন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kz65
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন