English

28 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
- Advertisement -

পুরনো হার্ডড্রাইভ কেনার আগে এই বিষয়গুলো যাচাই করে নিন

- Advertisements -

অনেকে শখে বা কাজের প্রয়োজনে অতিরিক্ত হার্ডড্রাইভ ব্যবহার করেন। খরচ কমাতে অনেকেই পুরনো এক্সটার্নাল হার্ডড্রাইভ কেনেন। তবে কেনার আগে নিচের বিষয়গুলো যাচাই করে নিন।

Advertisements

১. হার্ডড্রাইভের ক্ষমতা কাজের গতির ওপর নির্ভর করে। যেসব হার্ডড্রাইভের আরপিএম (Revolutions per minute) বেশি, সেগুলো দ্রুতগতিতে কাজ করে। তাই কেনার সময় অবশ্যই আরপিএমের ক্ষমতা দেখে নিন। সাধারণত হার্ডড্রাইভের আরপিএম পাঁচ  থেকে ১০ হাজার পর্যন্ত হয়ে থাকে।

২. পুরনো হার্ডড্রাইভটি দেখতে যেমনই হোক অবশ্যই কম্পিউটারের সঙ্গে সংযোগ দিয়ে পরীক্ষা করতে হবে। এ সময় কম্পিউটার থেকে হার্ডড্রাইভে কোনো ফাইল সেভ হচ্ছে কি না, ধারণক্ষমতা অনুযায়ী হার্ডড্রাইভটি তথ্য সংরক্ষণ করতে পারছে কি না তা পরীক্ষা করা। ভালো হয় হার্ডড্রাইভটি একবার তথ্য দিয়ে ভরে মুছে ফেলুন। এতে নিশ্চিত হওয়া যাবে হার্ডড্রাইভের ভিতরে কোনো সমস্যা রয়েছে কি না।

৩. পাওয়ার সাপ্লাইয়ের প্লাগ অবশ্যই ভালো করে পরীক্ষা করতে হবে। কেনার আগে অবশ্যই এ বিষয়ে নিশ্চিত হতে হবে।

Advertisements

৪. হার্ডড্রাইভের বিক্রয়োত্তর সেবার মেয়াদ আছে কি না অবশ্যই জেনে নিন। মেয়াদ শেষ হওয়া হার্ডড্রাইভ না কেনাই ভালো।

৫. হার্ডড্রাইভের বাইরে কোনো আঘাত বা দাগ আছে কি না তা পরীক্ষা করতে হবে। পাশাপাশি চালু থাকা অবস্থায় হার্ডড্রাইভটি বেশি গরম হয় কি না তা-ও জানতে হবে। সাধারণত ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হার্ডড্রাইভের জন্য নিরাপদ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন