English

29.3 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

পুরোনো স্মার্টফোন দ্রুত চার্জ করার ৩ টিপস

- Advertisements -

দূর-দূরান্তে যোগাযোগ ছাড়াও সব কাজে স্মার্টফোনের ওপরই নির্ভরশীল সবাই। প্রযুক্তিনির্ভর দুনিয়ায় স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। তবে সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করলেও এর চার্জ দিতে ভুলে যান বেশিরভাগ মানুষই।

এজন্য দুর্ভোগও পোহাতে হয় নিশ্চয়ই। তবে নতুন স্মার্টফোনগুলোতে ফাস্ট চার্জ করা গেলেও পুরোনোগুলোর বেলায় এটি খুবই ঝামেলার। পুরোনো ফোনগুলোতে দ্রুত চার্জ করা যায় না। পুরনো ফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে কয়েক ঘণ্টা লেগে যেত। এজন্য কয়েকটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

>> স্মার্টফোন চার্জ করতে ওয়াল সকেট ব্যবহার করুন। ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে মোবাইল চার্জ করলে অনেক বেশি সময় লাগে। দ্রুত ফোন চার্জ করার জন্য ওয়াল সকেট ব্যবহার করুন।

>> স্মার্টফোন চার্জে দেওয়ার আগে কেস খুলে নিন। ফোনে কেস পরানো অবস্থায় ফোন চার্জ করলে অতিরিক্ত গরম হয়ে যায়। ফোনের ভেতরে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে চার্জিংয়ে বেশি সময় লাগে। তাই দ্রুত ফোন চার্জ করতে অবশ্যই ফোনের কেস খুলে নিন।

>> ছোট দৈর্ঘ্যের কেবল ব্যবহার করুন। কেবেলের দৈর্ঘ্যের উপরেও অনেক সময় ফোনের চার্জিং স্পিড নির্ভর করে। কেবেল অতিরিক্ত লম্বা হলে রেসিস্ট্যান্সের কারণে চার্জিং স্পিড কমে যায়। তাই ফাস্ট চার্জিংয়ের জন্য কেবেল দৈর্ঘ্য ছোট থাকাই ভালো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ahpc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন