English

26.9 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

ফোনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

- Advertisements -

তথ্যপ্রযুক্তির এই যুগে এসে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা এক বড় চ্যালেঞ্জ বটে। বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন, তারপরও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা যাচ্ছে না। হ্যাকাররা নানাভাবে আপনার ফোন, ডাটার নাগাল পেয়ে যাচ্ছে। এতে আর্থিক এবং সামাজিক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তবে ফোনে একটি সেটিংস বদলে আপনার ব্যক্তিগত তথ্যের আরও বেশি সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। আপনার ফোনের সিকিউরিটি কমপ্রোমাইজ হয়েছে কি না পরীক্ষা করুন। মোবাইল কমপ্রোমাইজ ডিটেকশন এন্ডপয়েন্ট, সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ অংশ-বিশেষ করে যখন ডিভাইস মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন, রিমোট অ্যাক্সেস বা এডিটোরিয়াল ওয়ার্কফ্লোতে ব্যবহৃত হয়।

কয়েকটি উপায়ে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার ফোনের সিকিউরিটি কমপ্রোমাইজ হয়েছে কি না। যেমন:

১. দ্রুত ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়া। ডিভাইসে ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার ভাইরাস থাকলে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়।

২. খেয়াল করুন ফোনের ডাটা অতিরিক্ত খরচ হচ্ছে কি না। এটি হতে পারে স্পাইওয়্যার আপনার ডাটা চুরি করছে নিঃশব্দে।

৩. আপনার ফোন স্লো হয়ে যাওয়া। ট্রোজান বা আরএটি সিস্টেম রিসোর্স দখল করে নিলে এমনটা হয়।

৪. অপরিচিত আউটগোয়িং এসএমএস/কল। বটনেট বা আরএটি-এর লক্ষণ এই সমস্যা।

৫. ফোন অস্বাভাবিকভাবে গরম হওয়া। ক্রমাগত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চলতে থাকলে আপনি কাজ না করলেও ডিভাইস গরম হয়ে উঠতে পারে।

৬. অদ্ভুত পপ-আপ বা রিডাইরেক্ট। অ্যাডওয়্যার বা ফিশিং আক্রমণের ক্ষেত্রে এমনটা হয়।

৭. অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলে সাবধান। ডিভাইস থেকে ক্রেডেনশিয়াল ফাঁস হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে সর্বাধিক।

ফোনকে সুরক্ষিত রাখতে চাইলে সিকিউরিটি সেটিংস কেমন হওয়া উচিত?

  • স্ক্রিন লক ও বায়োমেট্রিক অন রাখুন
  • ফুল ডিভাইস এনক্রিপশন নিশ্চিত করুন
  • অপ্রয়োজনীয় রেডিও অপশন বন্ধ করুন
  • ব্লুটুথ, ওয়াই-ফাই, এনএফসি ব্যবহার না করলে বন্ধ রাখুন। গুগল প্লে প্রোটেক্ট চালু রাখুন। সেটিংস থেকে সিকিউরিটিতে গিয়ে গুগল প্লে প্রোটেক্ট অন রাখুন।
  • অ্যাপ পারমিশন রিভিউ করুন
The short URL of the present article is: https://www.nirapadnews.com/getv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন