English

24.6 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

মেমোরি চিপের মূল্যবৃদ্ধি, দাম বাড়তে পারে স্মার্টফোনের

- Advertisements -

এক সময় স্মার্টফোনে স্টোরেজ বাড়ানোর সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় ছিল মাইক্রোএসডি কার্ড। তবে গত কয়েক বছরে প্রায় সব ফ্ল্যাগশিপ এবং অধিকাংশ মিড-রেঞ্জ স্মার্টফোন থেকেই এই সুবিধা তুলে নেয় নির্মাতারা। এবার সেই সিদ্ধান্ত বদলাতে পারে। মেমোরি চিপের দাম বৃদ্ধি ও স্টোরেজ সংকটের প্রেক্ষাপটে স্মার্টফোনে আবারও মাইক্রোএসডি কার্ড স্লট ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বড় নির্মাতারা।

আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গিজমো চায়না-র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তি বিশ্লেষক ও নির্ভরযোগ্য টিপস্টার জুকান০৫ (@Jukan05)-জানিয়েছে, অভ্যন্তরীণ স্টোরেজ চিপের দাম দ্রুত বাড়ছে। ফলে বেশি স্টোরেজযুক্ত স্মার্টফোন কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে উল্লেখযোগ্য অতিরিক্ত অর্থ। এই ব্যয়চাপ কমাতে বিকল্প সমাধান হিসেবে এক্সপেন্ডেবল স্টোরেজ চালুর চিন্তা করছে স্মার্টফোন কোম্পানিগুলো।

বিশ্লেষকদের মতে, এতে আগামী দিনে স্মার্টফোনের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তাদের আশঙ্কা, ২০২৬-এর জানুয়ারি-জুনের মধ্যে স্মার্টফোনের দাম ৪০ শতাংশ বাড়তে পারে। তবে মাইক্রোএসডি কার্ড স্লট ফিরে এলে গ্রাহকরা তুলনামূলক কম স্টোরেজের ফোন কিনে পরে প্রয়োজন অনুযায়ী কম খরচে স্টোরেজ বাড়াতে পারবেন বলে পরামর্শ দিচ্ছেন তারা। এতে একদিকে স্মার্টফোনের দাম নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে ব্যবহারকারীর স্টোরেজ ব্যবস্থাপনাও হবে আরও সহজ ও নমনীয়।

তবে নির্মাতারা একসময় মাইক্রোএসডি কার্ড স্লট বাদ দেওয়ার পেছনে পাতলা ডিজাইন, উন্নত ওয়াটার রেজিস্ট্যান্স এবং দ্রুতগতির ইন্টারনাল স্টোরেজের যুক্তি তুলে ধরেছিলেন। সে কারণে এবার নতুন করে এই সুবিধা চালু করতে ভিন্ন প্রযুক্তিগত সমাধান খোঁজা হচ্ছে।

সম্ভাব্য সমাধান হিসেবে সিম ও মাইক্রোএসডি কম্বো ট্রে ব্যবহারের কথা ভাবা হচ্ছে। এতে একটি ট্রেতেই সিম কার্ড ও মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, ফলে ফোনের বাইরের ডিজাইনে বড় কোনো পরিবর্তন ছাড়াই পানিনিরোধক সুবিধা বজায় রাখা সম্ভব হবে।

এখনো পর্যন্ত বিষয়টি চূড়ান্ত নয়। তবে মেমোরি কম্পোনেন্টের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ২০২৬ সালের মধ্যেই মিড-রেঞ্জ স্মার্টফোনে মাইক্রোএসডি কার্ড স্লট ফিরে আসতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uozd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন