English

20 C
Dhaka
বুধবার, নভেম্বর ১২, ২০২৫
- Advertisement -

যেসব কারণে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে

- Advertisements -

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া অচল। স্মার্টফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। বাজারের পেমেন্ট থেকে শুরু করে সিনেমা দেখা, দূর-দূরান্তে যোগাযোগ, চ্যাট— সবই চলছে এখন স্মার্টফোনে। তবে স্মার্টফোন ব্যবহারে একটি সাধারণ সমস্যা সৃষ্টি করে, তা হলো ফোন গরম হয়ে যাওয়া। অনেক স্মার্টফোনের ব্যাটারি ফুলে যাওয়ার সমস্যাও দেখা দিয়েছে।

আগের ফোনগুলোতে ব্যাটারি বাইরে থেকে খোলা গেলেও এখন সেই সুযোগ নেই। এমনকার ফোনগুলোর মধ্যে ভেতরে ফিক্সড করা থাকে ব্যাটারি। আর যদি ব্যাটারি ফুলে যায়, সঙ্গে সঙ্গে তা বদলে নিন। তা না হলে আপনি বড় বিপদে পড়তে পারেন। ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণ কিংবা আগুন ধরাতে পারে।

ব্যাটারি ফুলে গেলে এ সময় চার্জ দিলে ব্যাটারি আরও বিপজ্জনক হতে পারে। ব্যাটারির ভেতরের গ্যাস বিষাক্ত ও দাহ্য বের হলে বিপজ্জনক। যত দ্রুত সম্ভব অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ব্যাটারি বদলান। নিজের হাতে ডাস্টবিনে ফেলবেন না। রিসাইক্লিং বা ইলেকট্রনিক ওয়েস্ট কালেকশন সেন্টারে জমা দিন।

চলুন জেনে নেওয়া যাক, কেন ব্যাটারি ফুলে যেতে পারে?—

প্রথমতো ফোনে থাকে লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি। ব্যাটারির ভেতরে পাতলা ধাতু, প্লাস্টিকের বেশ কয়েকটি স্তর থাকে রাসায়নিক আবরণ দিয়ে ভরা। অ্যালুমিনিয়াম ব্যাগে ইলেক্ট্রোলাইট জেলের সঙ্গে এ জিনিস রাখা হয়। ভ্যাকুয়াম ভরে এই ব্যাগ সিল করা থাকে তাপ দিয়ে, যাতে বাইরে থেকে ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে। এই জেল গ্যাসে পরিণত হয়ে গেলেই ব্যাটারি ফুলে ওঠে।

এ ছাড়া অতিরিক্ত চার্জিংয়ের ফলে এমনটা হতে পারে। বারবার ফোন চার্জ দেওয়া বা লম্বা সময় চার্জারে লাগিয়ে রাখা। এ ছাড়া ফোন গরম হলে কিংবা চার্জ দেওয়ার সময় বেশি গরম হলে ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া হয়ে গ্যাস তৈরি হয়। দ্বিতীয়ত হলো ভোল্টেজ/কারেন্ট ঠিকমতো নিয়ন্ত্রণ হয় না।

পুরোনো বা দীর্ঘদিন ধরে ব্যবহৃত ব্যাটারি ফুলে যেতে পারে। ব্যাটারির আয়ুষ্কাল সাধারণত ২-৩ বছর। এর পর স্বাভাবিকভাবেই ক্ষয় হতে থাকে। আর শর্টসার্কিট বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থেকেও এমনটা হতে পারে। ভেতরের সেলে সমস্যা হলে ব্যাটারি ফুলতে পারে।

যেভাবে প্রতিরোধ করার উপায়

১. দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে ফেলে রাখবেন না।

২. আপনার ফোনে ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখার চেষ্টা করুন।

৩. ব্যাটারির বয়স দুই থেকে তিন বছর হলে প্রয়োজনে নতুন ব্যাটারি লাগান।

৪. আপনার ফোন সবসময় অরিজিনাল চার্জার দিয়ে চার্জ করুন।

৫. ফোনকে অতিরিক্ত গরম হতে দেবেন না। সেই সঙ্গে গেম খেলার সময় কিংবা রোদে রাখা এড়িয়ে চলুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dyq7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন