English

30.9 C
Dhaka
বুধবার, জুলাই ৩০, ২০২৫
- Advertisement -

সহজ কৌশলে দীর্ঘক্ষণ থাকবে ফোনের চার্জ

- Advertisements -

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু স্মার্টফোন সারাক্ষণ ব্যবহার করতে গিয়ে চার্জ দিতে ভুলে যান। দেখা যায় জরুরি সময়ে ফোনে চার্জ না থাকায় পড়তে হয় বড় সমস্যায়।

আবার দেখা যায় ফোনে চার্জ দিলেও খুব দ্রুত তা ফুরিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ফোন না বদলে সেটিংসে বদল আনতে পারেন। একটি ছোট্ট সেটিংসই আপনার ফোনের ব্যাটারি বাঁচিয়ে দিতে পারে।

কিছু টিপস ফলো করে ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। আসলে আমাদের ফোনে একটা মোড থাকে। আর সেই মোডে ফোন রাখলে এর ব্যাটারি লাইফ বেড়ে যায়। জেনে নেওয়া যাক সেই মোডটির বিষয়ে।

ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য কোন মোড ব্যবহার করতে হবে? অনেকেই হয়তো জানেন না যে, ফোনে একটা মোড থাকে, যার জন্য ১ দিনের বদলে ২ দিন যাবে ফোনের ব্যাটারি বা চার্জ।

হ্যাঁ, ব্যাটারি সেভার মোডের কথাই বলছি। এই মোড অন করে রাখলে ফোনের ব্যাটারির আয়ু বাড়ে। এই মোডে অবশ্য ফোনের কিছু ফাংশন এবং অ্যাপ লিমিটেড থাকে। যা ব্যাটারির কনজাম্পশন বা ব্যাটারির খরচ অনেকটাই কমিয়ে দেয়।

ব্যাটারি সেভার মোড অন করে রাখার জন্য প্রথমে ফোনের সেটিংসে যেতে হবে। এরপর ব্যাটারি অথবা পাওয়ার অপশনে ক্লিক করতে হবে। এবার ব্যবহারকারী দেখতে পাবেন ব্যাটারি সেভার অপশন। এরপর সেটি অন করে দিতে হবে। আর অন করার পরেই ব্যবহারকারীর ফোন কিছু ফাংশনকে সীমিত করে দেবে।

এর মধ্যে অন্যতম হলো, ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্লোজ করা, স্ক্রিন ব্রাইটনেস কমিয়ে দেওয়া এবং কিছু নোটিফিকেশন ব্লক করে দেওয়া। এতে ব্যাটারির খরচ কমবে এবং ফোনের ব্যাটারি প্রায় ২ দিন পর্যন্ত থেকে যাবে।

তাই যদি কারও মনে হয়, দ্রুত হারে ফোনের ব্যাটারি ফুরিয়ে আসছে, তাহলে এই ব্যাটারি সেভার মোডে অন করে দিতে হবে। এতে ব্যাটারি লাইফ আরও বাড়বে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/up7t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন