English

26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
- Advertisement -

স্মার্টফোনে যেভাবে চন্দ্রগ্রহণের ছবি তুলবেন

- Advertisements -

আজ রোববার ৭ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী, ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে।

চাইলেই আপনি এই দৃশ্য উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে বিরল এই মুহূর্ত ফ্রেমবন্দি করতে পারবেন। তা-ও আবার নিজের স্মার্টফোনে। এজন্য আপনাকে অবশ্য কয়েকটি টিপস মানতে হবে। তাহলেই স্মার্টফোনেই চন্দ্রগ্রহণের স্পষ্ট ও দারুণ কিছু ছবি তুলতে পারবেন।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে স্মার্টফোন দিয়েই চন্দ্রগ্রহণের ছবি তুলবেন-

>> চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য ক্যামেরায় লম্বা ফোকাল লেন্থ দরকার হবে। অর্থাৎ যে ক্যামেরায় যত বেশি জুম থাকবে সেই ক্যামেরা দিয়ে তত ভালো চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন। ডিএসএলআর ও মিররলেস ক্যামেরায় লেন্স বদলেও চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন।

>> চাইলে স্মার্টফোন দিয়েও চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন। যদিও ফোনে ক্যামেরায় খুব বেশি জুম না থাকার কারণে চন্দ্রগ্রহণের ছবি তোলা কঠিন হবে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেও চন্দ্রগ্রহণের ছবি তোলা সম্ভব।

>> আজকের পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে প্রায় ৯০ মিনিট। তাই আগে ক্যামেরা সেটআপ করে নিন। চন্দ্রগ্রহণের ছবি তুলতে প্রয়োজন একটি ৪০০ এমএম লেন্স। তবে এই লেন্স না থাকলে ২০০-২৫০ এমএম লেন্সেও কাজ চালাতে পারবেন। সেক্ষেত্রে ছবিতে কিছুটা ক্রপ করতে হতে পারে। পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরায় চন্দ্রগ্রহণের ছবি তুলতে চাইলে সম্পূর্ণ জুম এনেবেল করে নিন।

>> চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় ক্যামেরা ম্যানুয়াল মোডে রাখুন। আইএসও ৪০০ সেট করে অ্যাপারচার f/8 অথবা f/11 রাখুন। এছাড়াও শাটার স্পিড রাখুন বাল্ব মোডে। এছাড়াও অটোফোকাস মোড অফ করে চাঁদে ম্যানুয়াল ফোকাস করুন।

>> ক্যামেরায় নয়েস রিডাকশন মোড থাকলে তা এনেবেল করে নিন। চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য প্রয়োজন লম্বা এক্সপোজার। তবে যেহেতু প্রতি মুহূর্তে চাঁদ সরতে থাকছে তাই বেশি লম্বা এক্সপোজার নিজে ছবি ঝাপসা হয়ে যেতে পারে।

>> চন্দ্রগ্রহণের ছবি তুলতে যাওয়ার সময় অবশ্যই ট্রাইপড সঙ্গে নিন। ট্রাইপড ছাড়া ম্যানুয়াল ফোকাসে লম্বা এক্সপোজার তোলা সম্ভব নয়। ট্রাইপডে ছবি তোলার আগে সঠিকভাবে ক্যামেরা সেট করে নিন। এছাড়াও বাল্ব মোডে লম্বা এক্সপোজার নেওয়ার জন্য রিমোট শাটার ব্যবহার করুন।

>> মূলত চন্দ্রোদয়ের সময়ই গ্রহণ শুরু হয়। তাই এমন জায়গা থেকে ছবি তুলুন যেখান থেকে পূর্বদিকে বিস্তৃত দিগন্ত দেখা যাবে। এমন একটি জায়গা বেছে নিন যেখানে আকাশ পরিষ্কার থাকবে।

>> গ্রহণটি দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম আকাশে চলে যাবে এবং গ্রহণ শেষ হওয়ার সময় চাঁদ দিগন্তের দিকে কিছুটা নেমে আসবে। তাই উঁচু ভবন, পাহাড়ের মতো উঁচু স্থান এড়িয়ে চলুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zi13
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন