English

27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কি না বোঝার ৬ উপায়

- Advertisements -

ছুটিতে ঘুরতে গিয়ে হোটেল বা রিসোর্টে থাকার সময় অনেকেই হয়রানির শিকার হচ্ছেন গোপন ক্যামেরার কারণে। স্পা সেন্টার, পাবলিক টয়লেট, ট্রায়াল রুম কিংবা হোটেল রুম—এইসব জায়গায় গোপনে ক্যামেরা লাগানোর ঘটনা এখন আর নতুন কিছু নয়। অসাধু ব্যক্তিরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা উদ্দেশ্যে এমন কাজ করে থাকে।

তবে একটু সচেতনতা আর বুদ্ধিমত্তা থাকলে লুকানো ক্যামেরা খুঁজে বের করাও সম্ভব। জেনে নিন এমন ছয়টি সহজ উপায়—

ফোনে কথা বলার সময় শব্দ হলে

ফোনে কথা বলার সময়ে ‘বাজে আওয়াজ’ হলে সাবধান! ওয়্যারলেস ক্যামেরা রেডিও তরঙ্গ নির্গত করে, যা ফোন কলের মধ্যে ‘বজবজে’, ‘ক্র্যাক’ বা ‘বিপ’ শব্দ তৈরি করতে পারে। ঘরের মধ্যে ধীরে ধীরে হাঁটুন ও ফোনে কথা বলুন। যদি কোনো নির্দিষ্ট জায়গায় শব্দ হয়, সেখানেই লুকিয়ে থাকতে পারে গোপন ডিভাইস।

আয়নার ‘ফিঙ্গার টেস্ট’

দুই দিক থেকে দেখা যায় এমন আয়না চিনুন, আঙুল ছুঁইয়ে দেখুন। রিফ্লেকশনে আপনার আঙুলের সঙ্গে ছোঁয়ার মতো মনে হচ্ছে? তাহলে এটি হতে পারে টু-ওয়ে মিরর, যেখানে পেছনের দিকে নজরদারি করা যায়। আয়নার প্রান্ত ও পেছনে লাইট ফেলে খুঁটিয়ে দেখুন।

মোবাইল টর্চ জ্বালান

ক্যামেরা লেন্স চিনুনঘরের সব আলো নিভিয়ে ফোনের ফ্ল্যাশলাইট দিয়ে চারপাশ স্ক্যান করুন। অ্যালার্ম ক্লক, শো-পিস, পাখা, ভেন্ট বা চার্জার সকেট লক্ষ্য করুন। কোনো বস্তু থেকে হালকা নীল বা বেগুনি রঙের প্রতিফলন দেখা দিলে সেটি হতে পারে ক্যামেরা লেন্স।

ওয়াই-ফাই স্ক্যান

কে কার সঙ্গে কানেক্টেড? হোটেলের ওয়াই-ফাইতে কানেক্ট হয়ে ‘ফাইং’ বা ‘নেটওয়ার্ক স্ক্যানার’ মতো অ্যাপ দিয়ে দেখুন কী কী ডিভাইস কানেক্টেড। কোনো ‘আইপি ক্যামেরা’ বা ‘ওয়েবক্যাম’-এর মতো নাম থাকলে সাবধান। পরে ওয়াই-ফাই বন্ধ করে দেখুন ডিভাইসটি হঠাৎ উধাও হয় কি না।

স্মার্ট অ্যাপস ব্যবহার করুন

আইফোনে ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’ বা অ্যান্ড্রয়েডে ‘গ্ল্যাইন্ট ফাইন্ডার’ অ্যাপ ইনস্টল করে ঘর স্ক্যান করুন। রেডিও ফ্রিকোয়েন্সি বা ম্যাগনেটিক সিগন্যাল ধরা পড়লে সেই অংশ ভালো করে পরীক্ষা করুন।

ক্যামেরার আলো

ইন্ফ্রারেড ক্যামেরা খুঁজে পেতে অন্ধকারেই চোখ রাখুন। বেশিরভাগ হিডেন ক্যামেরায় ইন্ফ্রারেড আলো থাকে, যা অন্ধকারে ছোট লাল বা সবুজ বিন্দু হিসেবে দেখা যায়। ঘরের লাইট বন্ধ করে, জানালা ঢেকে, ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d7bv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন