বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে সমালোচনার অন্ত নেই। অনেক রাষ্ট্রই ফেসবুকের একচ্ছত্র আধিপত্যে লাগাম টানতে চাইছেন। সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর জন্যও দায়ী করা হচ্ছে ফেসবুককে। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় ফেসবুকের অনীহা নিয়েও সমালোচনা হচ্ছে। এরমধ্যেই গ্রাহকদের নিরাপত্তা দিতে নতুন ফিচার চালু করেছে ফেসবুক। ফেসবুক প্রোটেক্ট নামের ওই ফিচার চালু করতেই অনেকে মেইল পেয়েছেন।
ফেসবুক জানিয়েছে, যারা বার্তা পেয়েছেন তাদের বাধ্যতামূলকভাবে ওই ফিচার চালু করতে হবে। চালু না করলে ফেসবুকে ২৮ অক্টোবর থেকে প্রবেশ করতে পারবেন না ব্যবহারকারীরা। মূলত যাদের ফেসবুক অ্যাকাউন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে তারাই ফেসবুক প্রোটেক্ট করার বার্তা পেয়েছেন। ক্রমান্বয়ে সবার জন্য এ ফিচার চালু করবে ফেসবুক।
ফেসবুকে ভুয়া নাম ব্যবহার করলে, অন্য কারও পরিচয়ে অ্যাকাউন্ট খুললে, অবৈধ কিছু পোস্ট করলে, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন করলে কিংবা কাউকে হয়রানি করলেও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/jg3j
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন