English

29 C
Dhaka
মঙ্গলবার, মে ৭, ২০২৪
- Advertisement -

আর নয় স্তন ক্যান্সার, এলো পুরস্কারজয়ী ডিভাইস

- Advertisements -

প্রতি বছর স্তন ক্যান্সারে বিশ্বে হাজার হাজার নারী মারা যাচ্ছেন। তাদের অনেকেই এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার উপসর্গগুলো টের পান। আবার অনেকে পান না।

Advertisements

বহু নারী আছেন, শরীরে এর উপস্থিতি, বিশেষ করে স্তনে ‘লাম্প’ বা শক্ত মাংসের পিণ্ডের উপস্থিতি টের পেলেও লজ্জায় চিকিৎসকের কাছে যান না। এ জন্য নিজে নিজেই যাতে নিজের স্তন চেক করতে পারেন তারা, এমন একটি ডিভাইস আবিষ্কার করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের দু’জন গ্রাজুয়েট ছাত্রী। তারা হলেন ডেব্রা বাবালোলা এবং শেফালি বোহরা।

Advertisements

এরই মধ্যে তাদের আবিষ্কার জিতে নিয়েছে বৃটেনের অভিজাত ইউকে জেমস ডাইসন এওয়ার্ড। এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলছে, স্তন পরীক্ষা করার এই ডিভাইসটির নাম ‘ডটপ্লট’। হাতের সাহায্যে এটি দিয়ে একজন নারী তার স্তনের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন অনায়াসে। এর সঙ্গে যুক্ত থাকবে একটি স্মার্টফোন অ্যাপ।

ডিভাইসটি স্তনের ওপর ধরলেই ভিতরকার টিস্যু সম্পর্কে তথ্য দেবে। এর ভিতরে কোথায় মাংসের শক্ত দলা পাকানো আছে কিনা তার রিপোর্ট দেবে। এই ডিভাইস কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে ধাপে ধাপে নির্দেশনা দেবে ওই অ্যাপ।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন