জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নতুন এক সুবিধা নিয়ে এসেছে। অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হওয়া এক ফিচারের মাধ্যমে এখন থেকে গ্রুপ চ্যাটের ভেতরেই স্ট্যাটাস আপডেট তৈরি ও শেয়ার করা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, ব্যস্ত গ্রুপগুলোতে প্রায়ই গুরুত্বপূর্ণ তথ্য বা ঘোষণা চোখ এড়িয়ে যায়। নতুন এই ফিচার ব্যবহার করে চ্যাট না ভরিয়ে সহজে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া যাবে সকল সদস্যের কাছে।
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্ট্যাটাস আপডেট গ্রুপের তথ্য স্ক্রিন থেকে তৈরি করতে হবে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে কেবল গ্রুপের সদস্যদের মধ্যেই ভাগ হবে।
বসানো স্ট্যাটাস পোস্টটি সাধারণ স্ট্যাটাসের মতোই ২৪ ঘণ্টা পর মুছে যাবে, যাতে গ্রুপে অপ্রাসঙ্গিক তথ্য জমে না থাকে।
এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দুইভাবে গ্রুপ-স্ট্যাটাস দেখতে পাবেন- সংশ্লিষ্ট গ্রুপ আইকনে ক্লিক করে; অথবা ‘আপডেটস’ ট্যাব থেকে, যেখানে গ্রুপ-স্ট্যাটাস আলাদা করে চিহ্নিত থাকবে এবং শুধুমাত্র সংশ্লিষ্ট গ্রুপ সদস্যরাই তা দেখতে পারবেন।
এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। ইতোমধ্যে কিছু ব্যবহারকারী তাদের অ্যাপে এর প্রাথমিক ব্যবহার দেখতে পাচ্ছেন বলে জানা গেছে।
হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, নতুন এই গ্রুপ স্ট্যাটাস আপডেট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা বজায় থাকবে আগের মতোই।
বিশ্লেষকদের মতে, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার গ্রুপ-ভিত্তিক যোগাযোগকে আরও সংগঠিত ও কার্যকর করে তুলবে। বিশেষ করে যারা প্রাতিষ্ঠানিক বা পারিবারিক কাজে হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করেন তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুবিধা।