English

28 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
- Advertisement -

অবশেষে প্রেমিকের ছবি প্রকাশ করলেন মান্ধানা

- Advertisements -

 

দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের পর অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করলেন ভারতের নারী ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। বলিউডের সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে তার এই ছবি এখন রীতিমতো ভাইরাল।

শুক্রবার ছিল স্মৃতি মান্ধানার ২৯তম জন্মদিন। বিশেষ এই দিনে ইনস্টাগ্রামে স্মৃতিকে আবেগঘন শুভেচ্ছা জানান পলাশ।

একটি রোমান্টিক বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘একদম শুরু থেকেই তুমিই আমার শান্তি ও আনন্দ। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার, আমার অনুপ্রেরণা। মাঠের ভেতরে আর বাইরে চাপে থেকেও কীভাবে দৃঢ় থাকতে হয়, তা তুমিই আমাকে শিখিয়েছ। শুভ জন্মদিন স্মৃতি।’ বার্তার সঙ্গে ছিল ভালোবাসার ইমোজিও।

জবাবে স্মৃতিও ভালোবাসার ইমোজি দিয়ে ধন্যবাদ জানান, যা তাদের সম্পর্কের ইঙ্গিত স্পষ্ট করে তোলে।

প্রসঙ্গত, এর আগেই চলতি বছরের ২২ মে পলাশের জন্মদিনে প্রথমবার তার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন স্মৃতি। সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। তবে এবার জন্মদিন উপলক্ষে পোস্ট করা ছবির সঙ্গে পলাশের বার্তায় বিষয়টি একপ্রকার নিশ্চিতই হয়ে গেছে।

বর্তমানে স্মৃতি মান্ধানা রয়েছেন ইংল্যান্ডে। ইংল্যান্ড নারী দলের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পর এখন চলছে এক দিনের সিরিজ। ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা ওপেনার হিসেবে পরিচিত স্মৃতি, ইতোমধ্যেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৪,৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন—মিতালি রাজের পর এই কীর্তি গড়েছেন দ্বিতীয় ভারতীয় নারী ব্যাটার হিসেবে।

 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jgzj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন