English

30 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

উয়েফার সম্মাননা গ্রহণ করলেন রোনালদো

- Advertisements -

নাসিম রুমি: আগেই ঘোষণা ছিল, উয়েফা থেকে বিশেষ পুরস্কার পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই পুরস্কার বুঝে পেলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করায় তাকে বিশেষভাবে পুরস্কৃত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

Advertisements

রোনালদো ইউরোপ ছেড়ে গেছেন অনেকদিন, এখন আর খেলেন না চ্যাম্পিয়নস লিগ। তবে থাকাকালীন সময়ে যা করে গেছেন, তাতেই তাকে ভুলতে পারছে না ইউরোপীয় ফুটবল। টুর্নামেন্ট ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা তিনি।

১৮ বছরের ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ১৮৩ ম্যাচ খেলে করেছেন ১৪০টি গোল। তার পাশাপাশি রেকর্ড ৪৮টি অ্যাসিস্টও আছে সিআর সেভেনের নামে। এক মৌসুমের সর্বোচ্চ গোলও তার। সব মিলিয়ে রোনালদোকে চ্যাম্পিয়ন লিগের রাজা বলা যায়।

শুধু তাই নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার এবং রিয়াল মাদ্রিদের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেন পর্তুগিজ এই সুপার স্টার। একমাত্র ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের তিনটি ফাইনালে গোলও করেছেন রোনালদো।

Advertisements

তার এমন সব কীর্তি স্মরণ করে অতিমানবীয় নৈপুণ্যের জন্য বিশেষভাবে রোনালদোকে পুরস্কৃত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল বৃহস্পতিবার মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫ মৌসুমের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে তুলে দেয়া হয় সম্মাননা পুরস্কারটি। রোনালদোর হাতে পুরস্কার তুলে দেন উয়েফা প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার সেফেরিন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন