এসএম আতিকুর রহমান: তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের তিস্তা জোনে রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো খেলা। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী জেলা এবং নারী বিভাগে শিরোপা জিতে চ্যাম্পিয়ন স্বাগতিক রংপুর।
মাটি থেকে অনেক সুন্দর ম্যাটে ফাইনাল ম্যাচসহ পুরো প্রতিযোগিতায় খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য দর্শক বিহীন খেলা অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগে ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লালমনিরহাটকে ৪৯-৩৫ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র লড়াই চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত নীলফামারীর খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা এবং কৌশল দিয়ে ম্যাচটি নিজেদের করে নেয়।
নারী বিভাগের ফাইনালে স্বাগতিক রংপুর জেলা ঠাকুরগাঁওকে ৫৩-১১ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ঠাকুরগাঁওয়ের খেলোয়াড়রা রংপুরের শক্তিশালী দলের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি।
ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুরের জেলা প্রশাসক জনাব রবিউল ফয়সাল।
এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য বাদশা মিয়া উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত তারকা খেলোয়াড় জনাব বাদশা মিয়া এবং কোষাধক্ষ্য জনাব মনির হোসেন পুরস্কার মঞ্চে উপস্থিত থাকলেও তাদের সম্মানার্থে তাদের হাত দিয়ে কোন খেলোয়াড়কে পুরস্কার প্রদান করা হয়নি। এটা কাবাডি অঙ্গনে খুবই দুঃখজনক বিষয় এবং সাংগঠনিক দুর্বলতার বহিঃপ্রকাশ।
সম্মানিত সুদক্ষ রেফারিগন অনেক সুন্দর ভাবে খেলা পরিচালনা করেছেন।
খেলা শেষে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পুরস্কার গ্রহণ করেন মোহাম্মদ সোহেল রানা রংপুর পুরুষ দলের অধিনায়ক
নারী দলের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় মাছুমা রংপুর।
টুর্নামেন্ট সেরা রেডার মিজানুর রহমান লালমনিরহাট। টূনামেন্ট রেডার লিপা ঠাকুরগাঁও টুর্নামেন্ট সেরা কেচার শারমিন
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় অমিনেষ লালমনিরহাট। চ্যাম্পিয়ন এবং রানারআপ দল কে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা রইলো অংশগ্রহণকারী সকল দলের জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে উত্তরাঞ্চলে কাবাডি উন্নয়নে সুন্দর একটি আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল কাবাডিকে জাগ্রত করার জন্য। শুভ কামনা রইল প্রিয় খেলোয়াড়দের জন্য।