English

32.7 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই পাকিস্তান জিতেছে, বললেন রমিজ

- Advertisements -

নাসিম রুমি: সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। তাই শেষ টি-টোয়েন্টিতে পাঁচটি পরিবর্তন এনে দ্বিতীয় সারির দল নিয়ে নামে তারা। বিশ্রামে ছিলেন পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। তবে এত পরিবর্তনের খেসারত হিসেবে ৭৪ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

বাংলাদেশের এই পরাজয়ের পর সমালোচনায় সরব হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। তার মতে, অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে স্বাগতিকদের।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা ঠিক আছে, তবে একটা নিয়ম আছে। দলে ২-৩ জন ম্যাচ উইনার থাকতেই হবে। তাদের সরালে দল ভারসাম্য হারায়। আমার মনে হয় মুস্তাফিজ আর ইমন খেললে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। পাকিস্তান অনেক রান করেছে ঠিকই, কিন্তু এই দুজন থাকলে বাংলাদেশের হাতে জয়ের সুযোগ থাকত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশই এই ম্যাচটি পাকিস্তানকে দিয়ে দিয়েছে। আগের দুই ম্যাচে তারা দুর্দান্ত ছিল। একটিতে ১১০ রানে অলআউট করল, আরেকটিতে ১৩৩ করে প্রতিপক্ষকে থামাল ১২৫ রানে। দেখে মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে।’

রমিজের মতে, পাকিস্তান নয়, বরং বাংলাদেশ নিজেদের ঘন ঘন পরিবর্তনের কারণে ম্যাচ থেকে পিছিয়ে পড়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ যদি আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে খেলত, তাহলে পরীক্ষার কথা মানা যেত। কিন্তু তারা খেলছে পাকিস্তানের মতো একসময়কার বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে।’

পাশাপাশি রমিজ প্রশ্ন তুলেছেন কঠিন উইকেটে অভিজ্ঞ ব্যাটারদের প্রয়োজনীয়তা নিয়েও। ‘এখন সময় ভাবার, এমন উইকেটে আপনার শাহিন, নাসিম, রিজওয়ান বা বাবর আজমদের দরকার আছে কি না। এটা পাকিস্তান দলের জন্য বড় প্রশ্ন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/w7nj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন